Powered By Blogger

Thursday, November 11, 2010

১০০ মাইলস

কানে  বাজে এখনও তোমার সেই ভায়োলিন র  টান  
ভুলতে  পারি  না  তোমার   চ্যাপ্টা ঠোট এর  ভালোবাসা
ভুলতে পারি না তোমার আমার  সেই  সামসিং  টা
কুয়াশা ঘেরা পাহাড়ের  কোনে তোমার আমার স্বাপ্নের  দেশে
এখনও  কি  কেউ  খেলা  করে ?
মূর্তি নদির ধারে  বসে
লিখছ  হিংসার  গান  তুমি  আপনমনে
পাহাড়ের  গন্ধ  এখনও  ছড়িয়ে  আমার  বেশে,
চমকে উঠি দেখে তোমায়ে  বোকা  বাক্সের  ভিড়ে
এটাই কি  তুমি??? তুমিই  কি  আমার সেই  নেপালি প্রেম
কেমন  আছো তুমি?? কেমন  আছে  কুয়াশায়ে  ঘেরা  আমার  শৈশব ?
বেশ  তো  ছিলাম  আমরা  একই সাথে
পাহাড়  সমতল  মিলে  মিশে;
গোরখাল্যান্ড এর আবেগের  মাঝে  টেনো না দাগ তোমার প্রানে  
আজ আর বাজে না 100 miles পিটার  এর  গ্রামাফোনে
হারিয়ে  গেছি  আমি  কনক্রিটের  ভিরে
তুমি  হারিয়েছ  হিংসার  দাবির  ভিড়ে
কুয়াশায়ে  ঘেরা মনের  কোনে
আজও খুজি নেপালি বাজনাওালা টাকে
হিংসার  ভিড়ের মাঝে
থাকবে তুমি আমার ছোটবেলার নেপালি প্রেম হয়েই
বলতে আমার ইচ্ছে করে
আছি আমি একশো মাইল বাড়ি থেকে  দূরে...

1 comment: