কানে বাজে এখনও তোমার সেই ভায়োলিন র টান
ভুলতে পারি না তোমার চ্যাপ্টা ঠোট এর ভালোবাসা
ভুলতে পারি না তোমার আমার সেই সামসিং টা
কুয়াশা ঘেরা পাহাড়ের কোনে তোমার আমার স্বাপ্নের দেশে
এখনও কি কেউ খেলা করে ?
মূর্তি নদির ধারে বসে
লিখছ হিংসার গান তুমি আপনমনে
পাহাড়ের গন্ধ এখনও ছড়িয়ে আমার বেশে,
চমকে উঠি দেখে তোমায়ে বোকা বাক্সের ভিড়ে
এটাই কি তুমি??? তুমিই কি আমার সেই নেপালি প্রেম
কেমন আছো তুমি?? কেমন আছে কুয়াশায়ে ঘেরা আমার শৈশব ?
বেশ তো ছিলাম আমরা একই সাথে
পাহাড় সমতল মিলে মিশে;
গোরখাল্যান্ড এর আবেগের মাঝে টেনো না দাগ তোমার প্রানে
আজ আর বাজে না 100 miles পিটার এর গ্রামাফোনে এ
হারিয়ে গেছি আমি কনক্রিটের ভিরে
তুমি হারিয়েছ হিংসার দাবির ভিড়ে
কুয়াশায়ে ঘেরা মনের কোনে
আজও খুজি নেপালি বাজনাওালা টাকে
হিংসার ভিড়ের মাঝে
থাকবে তুমি আমার ছোটবেলার নেপালি প্রেম হয়েই
বলতে আমার ইচ্ছে করে
আছি আমি একশো মাইল বাড়ি থেকে দূরে...
khub e abeg probon lekha, lekha chaliye jao.
ReplyDelete